ভুল তথ্যের জাল: চিন্ময় গ্রেপ্তার, আইনজীবী সাইফুল হত্যা, রমেন রায়ের ওপর হামলা ঘিরে যা যা হলো

গত আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পরিণত হয় গুজবের কারখানায়। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও ছড়াতে দেখা যায় নানা ধরনের মিথ্যা প্রচারণা।

সেখানে কখনো বাংলাদেশকে 'জঙ্গিবাদী রাষ্ট্র' হিসেবে নেতিবাচক প্রচারণা চালাতে দেখা যায়, আবার কখনো দেখা যায় মিথ্যা 'জাতিগত নিধন'র অভিযোগ। তবে এসব মিথ্যা প্রচারণা কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে, তা নতুন করে ভাবাচ্ছে সাম্প্রতিক কিছু ঘটনা।

Comments

The Daily Star  | English

Highest ever remittance came in 2025

Migrants sent home $32.8 billion in the just-concluded year

18m ago