তাবিথ আউয়ালের এক বছর: নতুন পথের দিশা কি পেল ফুটবল?
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)'র সভাপতি হিসেবে এক বছর পার করেছেন তাবিথ আউয়াল। এই এক বছরে তিনি কতটা আশার জায়গা দেখালেন বাংলাদেশের ফুটবলকে, নাকি এখনো রয়ে গেল শঙ্কার মেঘ। স্টার অফ দ্য পিচে থাকছে সেই আলোচনা।


Comments