টিকিট বিক্রি থেকে ৪ কোটি টাকা আয় বাফুফের

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের তিনটি হোম ম্যাচে টিকিট বিক্রি থেকে মোট ৪ কোটি ৫ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাফুফের এক কর্মকর্তা। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে।

এই ম্যাচগুলো গত ১০ জুন থেকে ১৮ নভেম্বরের মধ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তবে আয় প্রকাশ করলেও এসব ম্যাচ আয়োজন করতে মোট কত ব্যয় হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

গুলশানে নির্বাহী কমিটির বৈঠক শেষে বাফুফে সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, সিঙ্গাপুর ম্যাচ থেকে আয় হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা, হংকং ম্যাচ থেকে ১ কোটি ২ লাখ টাকা এবং ভারত ম্যাচ থেকে ১ কোটি ৮৮ লাখ টাকা।

বাবু আরও বলেন, 'এই আয় শুধুই টিকিট বিক্রির, এখানে কোনো স্পনসরশিপের টাকা নেই।' একই সঙ্গে সাংবাদিকরা চাইলে ব্যয় সংক্রান্ত সব তথ্য বাফুফে ভবনে যাচাই করে দেখতে পারবেন বলেও জানান তিনি।

বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে ছিল তিনটি বাছাইপর্বের ম্যাচের আয়–ব্যয়ের হিসাব অনুমোদন। তবে বাফুফে বাছাইপর্বের আগে ভুটান ও নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করেছিল, কিন্তু এই দুই ম্যাচের আয় বা ব্যয়ের কোনো তথ্য বৈঠক শেষে প্রকাশ করা হয়নি।

বাবু আরও জানান, বৈঠকে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই প্রকল্পে ফিফার সহায়তা চাওয়া হবে। এছাড়া টেকনিক্যাল কমিটির ব্যয় পরিচালনার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্তও হয়।

যদিও বৈঠকের এজেন্ডা ছিল মোট ২২টি। যার মধ্যে ছিল ২০২৬ সালের ফুটবল ক্যালেন্ডার, নারী ফুটবল লিগ শুরু, বাফুফে সংবিধান সংস্কার, কক্সবাজারে ফিফা ফান্ডে টেকনিক্যাল সেন্টার স্থাপনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তবে সময়স্বল্পতার কারণে এসব বিষয় আলোচিত হয়নি বলে জানান বাবু।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

3h ago