তাবিথের নেতৃত্বাধীন বাফুফে কমিটির প্রথম বছর: সাফল্য বনাম অপূর্ণতা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আউয়াল নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হওয়ার এক বছর পূর্ণ হয়েছে রোববার (২৬ অক্টোবর ২০২৫)। ২০২৪ সালের ২৬ অক্টোবর নির্বাচনের পর দায়িত্ব নেওয়া কমিটি এক বছরের মাথায় গতকাল বাফুফে ভবনে তাদের পঞ্চম সভা আয়োজন করে। সভায় পর্যালোচনা করা হয় গত এক বছরের সাফল্য ও অসমাপ্ত কাজগুলো। আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার, নির্বাচন নীতি প্রণয়ন, আয়-ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ (বিশেষ করে সিঙ্গাপুরের সঙ্গে), এশিয়ান কাপ বাছাইপর্ব সংক্রান্ত প্রস্তুতি এবং অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের বিধিমালা সংশোধনের বিষয়গুলো।
বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, 'আমরা সফলভাবে এক বছর পার করেছি। গত ১২ মাসে রেকর্ড সংখ্যক টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে গণমাধ্যমের সহযোগিতার কারণেই।'
সভায় মূলত সংবিধান ও নীতিমালার সংস্কার নিয়েই আলোচনা হয়েছে। ফলে এখনো বাস্তবায়নযোগ্য নয়, এমন উদ্যোগ নিয়ে কথা বলার সময় খুব কমই পাওয়া গেছে।
প্রথম বছরের প্রধান সাফল্যসমূহ:
* ফিফার আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো।
* জাতীয় দল ও জার্সির জন্য স্পনসর নিশ্চিত করা।
* সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়।
* গ্রাসরুট পর্যায়ে উন্নয়নের স্বীকৃতি হিসেবে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন।
* তাবিথ আউয়াল ও মাহফুজা আক্তার কিরণ ফিফার বিভিন্ন কমিটিতে সদস্যপদ লাভ।
* প্রবাসী ফুটবলারদের জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলে অন্তর্ভুক্ত করা।
* কোচিং ও ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট কোর্স আয়োজন।
* ফিফা তহবিলের দুটি কৃত্রিম টার্ফ পুনঃস্থাপন।
* বাফুফের সামাজিক যোগাযোগমাধ্যমে অংশগ্রহণ ও সক্রিয়তা বৃদ্ধি।
* অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৫, বিচ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ফুটবল টুর্নামেন্ট আয়োজন।
অন্যান্য উল্লেখযোগ্য উদ্যোগ:
* আন্তর্জাতিক ফুটসাল ও ই-ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ।
* সিনিয়র, অনূর্ধ্ব-২৩, অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ দলের বিদেশে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন।
* নারী ফুটবলারদের চুক্তি নবায়ন।
* নারী সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা নিশ্চিত।
যে বিষয়গুলো এখনো অপূর্ণ বা জরুরি মনোযোগ প্রয়োজন:
* ঢাকার নিম্নস্তরের ও জেলা ফুটবল লিগ এখনো শুরু হয়নি।
* নারী ফুটবল লিগ এখনো স্থগিত অবস্থায়।
* নারী সিনিয়র দলের জন্য ঘোষিত ১.৫ কোটি টাকার অনুদান এখনো বিতরণ হয়নি।
* বেটিং, ম্যাচ ফিক্সিং ও ফলাফল কারচুপির অভিযোগগুলোর নিষ্পত্তি হয়নি।
* সিনিয়র জাতীয় দলের ফিফা র্যাঙ্কিং অপরিবর্তিত (১৮৩ → ১৮৫, অক্টোবর ২০২৪)।
* বাফুফের স্থায়ী ও অ্যাডহক কমিটিগুলোর গঠন এখনো অসম্পূর্ণ।
* বাফুফের সংবিধান সংস্কার এখনো শেষ হয়নি।
* মাঠ ও অবকাঠামো সংকট এখনো নিরসন হয়নি।


Comments