পাইওনিয়ার ফুটবল লিগ চালুর দাবিতে বিক্ষোভ

সবুজ ঘাসের মাঠে বল গড়িয়ে দেওয়ার স্বপ্ন যেন থমকে আছে দীর্ঘদিন। বয়সভিত্তিক ফুটবলের সবচেয়ে বড় আসর পাইওনিয়ার ফুটবল লিগের সেই সোনালি ধুলোমাখা দিনগুলো এখন কেবল অপেক্ষার প্রহর গোনে। আর সেই অপেক্ষা ভাঙার দাবিতেই আজ বাফুফে ভবনের সামনে জড়ো হন ক্লাব কর্মকর্তারা ও তরুণ ফুটবলাররা—হাতে ব্যানার, চোখে ক্ষোভ ও প্রত্যাশা।

বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ধরণের প্ল্যাকার্ড— 'পাইওনিয়ার ফুটবল লিগ বন্ধ কেন?" এবং "পাইওনিয়ার লিগ চালু করুন, না হলে পদত্যাগ করুন"। আয়োজকরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং লিগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।

২০২২ সালে সর্বশেষ আয়োজিত এই লিগ থেকে বহু জাতীয় তারকা উঠে এসেছেন, যা তৃতীয় বিভাগে পা রাখার স্বপ্ন দেখানো অসংখ্য তরুণের প্রথম সিঁড়ি। অথচ অংশগ্রহণকারী ক্লাবের কাছ থেকে এন্ট্রি ফি নেওয়ার পরও নতুন আসরের আয়োজন হয়নি। এখনো ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ কমিটি, কেবল নির্বাহী সদস্য টিপু সুলতানকে চেয়ারম্যান করা ছাড়া।

মহানগর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, '… ২০২২ সালে আমরা পরবর্তী মৌসুমের জন্য এন্ট্রি ফি দিয়েছি। লিগ যদি নিয়মিত না হয়, তাহলে ভবিষ্যতে কোনো ফুটবলারই পাওয়া যাবে না।'

'আমরা চেয়ারম্যানের সঙ্গে বসে লিগ দ্রুত শুরু করার অনুরোধ করেছি। সম্প্রতি আবারও তার সঙ্গে বসেছিলাম, তিনি এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি,' আরও বলেন তিনি।

লাইজু ফুটবল একাডেমির সহ-সভাপতি শাহাদাত হোসেন সময়ক্ষেপণের ঝুঁকি নিয়ে বলেন, 'লিগ অক্টোবরেই শুরু হওয়ার কথা, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। অক্টোবরের মধ্যে যদি শুরু না হয়, জাতীয় নির্বাচন ও রমজানের প্রস্তুতির কারণে আরও ছয় মাস পিছিয়ে যাবে।'

'তাই আমরা চাই—পাইওনিয়ার ফুটবল লিগের পূর্ণাঙ্গ কমিটি, মেডিকেল পরীক্ষার সময়সূচি এবং লিগের উপবিধি দ্রুত ঘোষণা করা হোক। এ কারণেই আমরা এখানে এসেছি,' যোগ করেন তিনি।

প্রভাতী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দেরির নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে বলেন, 'লিগ দেরি হওয়ায় কিছু খেলোয়াড় ইতিমধ্যেই বয়সসীমা পেরিয়ে গেছে। বর্তমান খেলোয়াড়রা বারবার আমাদের কাছে অংশগ্রহণের ব্যাপারে জানতে চাইছে, কিন্তু আমরা কোনো জবাব দিতে পারছি না।'

লিগ কমিটিকে অনিশ্চয়তার জন্য দায়ী করে তিনি বলেন, 'আমরা বাফুফে সভাপতির কাছে অনুরোধ করব তিনি যেন বিষয়টি নিজে দেখেন এবং তরুণ ফুটবলারদের লিগে খেলার সুযোগ তৈরি করেন। কারণ, খেলার সুযোগ না পেলে খেলোয়াড়রা এগোতে পারবে না।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago