শুধু কি নিন্দার কাঁটাই জুটবে বিপিএলের?
কেমন হলো বিপিএলের খেলোয়াড় নিলাম? নিলাম শেষে কেমন হলো দলগুলো? নাঈম শেখের দাম এত হওয়ার কারণ কী? এখন পর্যন্ত বিদেশি তারকা খেলোয়াড়ের যে ঘাটতি রয়েছে, তা কি পূরণ হবে? কয়েকজন স্থানীয় খেলোয়াড়ের নাম তালিকা থেকে বাদ পড়ার ইস্যুটি কি আরও ভালোভাবে সামলাতে পারত বিসিবি? গত আসরগুলোর বিতর্ক ও সমালোচনা থেকে এবার মুক্তি মিলবে? নাকি শুধু নিন্দার কাঁটাই জুটবে বিপিএলের?
দ্য ডেইলি স্টারের স্পোর্টস পডকাস্ট 'পিচ পারফেক্ট'- এর এবারের আয়োজনে জানার চেষ্টা করা হবে এসব প্রশ্নের উত্তর।


Comments