এনভিডিয়া এখন ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি

ছবি: সংগৃহীত

প্রথম পাবলিক কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের সীমা অতিক্রম করেছে এনভিডিয়া। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটের কারণে কোম্পানিটির বাজারমূল্য বেড়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার এনভিডিয়ার শেয়ারদর ৫ দশমিক ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ২১২ ডলার পর্যন্ত উঠেছে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপ নিয়ে আলোচনা করতে পারেন।

এছাড়াও বিনিয়োগকারীরা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের মঙ্গলবারের মন্তব্যের পর আরও উৎসাহিত হন। যেখানে তিনি বলেন, কোম্পানিটি ৫০০ বিলিয়ন ডলার এআই চিপ বিক্রির প্রত্যাশা করছে। এছাড়া নিরাপত্তা ও বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার তৈরি করছে। যেখানে হাজার হাজার এনভিডিয়া জিপিইউ ব্যবহার করা হবে।

মঙ্গলবার এনভিডিয়া আরও জানিয়েছে, তারা নোকিয়াতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, এবং নোকিয়ার কিছু পণ্য ব্যবহার করে এআই-নেটিভ ফাইভজি-অ্যাডভান্সড ও সিক্সজি নেটওয়ার্ক চালু করতে চায় এনভিডিয়া প্ল্যাটফর্মে।

এনভিডিয়া প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করার ঠিক তিন মাস পর এই উদ্যোগ নেওয়া হয়। এ বছরের শুরু থেকে কোম্পানিটির শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির পেছনে মূল কারণ জিপিইউ ব্যাপকের চাহিদা। জিপিইউ এখন ডেটা সেন্টারে ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেনিং, ইনফারেন্সসহ অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে।

সেপ্টেম্বরে এনভিডিয়া ঘোষণা করেছিল, তারা আগামী কয়েক বছরে ওপেনএআইতে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে। উভয় কোম্পানি তখন জানিয়েছিল, তারা ওপেনএআইয়ের সিস্টেম চালানোর জন্য ১০ গিগাওয়ার্ড ক্ষমতার এনভিডিয়া সিস্টেম স্থাপন করবে।

Comments

The Daily Star  | English

NEIR launch deferred to January 1

NEIR was scheduled to be implemented on December 16 this year

1h ago