দুর্নীতি কমাতে মন্ত্রী হলো এআই

দুর্নীতি কমাতে এআই 'দিয়েল্লা'কে মন্ত্রী বানিয়েছে আলবেনিয়া। ছবি: এএফপি
দুর্নীতি কমাতে এআই 'দিয়েল্লা'কে মন্ত্রী বানিয়েছে আলবেনিয়া। ছবি: এএফপি

এটি ছিল অ্যাপলের সিরি বা অ্যামাজনের আলেক্সার মতো একটি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে ছিল চ্যাটবটের সক্ষমতাও। আলবেনিয়ার মানুষ যাতে ঠিকমতো অনলাইনে সরকারি সেবা পেতে পারে, তা নিশ্চিত করাই ছিল এর কাজ।

কিন্তু এই ভার্চুয়াল ও এআই নির্ভর সত্তাটিকে সম্প্রতি মন্ত্রিসভার পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে 'দিয়েল্লা'। এই দিয়েল্লা এখন বিশ্বের প্রথম এআই মন্ত্রী।

গত শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান ও বিবিসি এই তথ্য জানিয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন, দুর্নীতি কমিয়ে আনতে 'সরকারি ক্রয় দপ্তরের' দায়িত্ব দেওয়া হবে দিয়েল্লাকে। ওই মন্ত্রী দরপত্র বা টেন্ডার প্রক্রিয়ার দেখভাল করবেন।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। ফাইল ছবি: রয়টার্স
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা। ফাইল ছবি: রয়টার্স

আলবেনীয় ভাষায় দিয়েল্লা অর্থ 'সূর্য'।

গত জানুয়ারি থেকে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেশটির ই-আলবেনিয়া পোর্টালে ইউজারদের পরামর্শ দেওয়ার কাজে নিযুক্ত আছে। শুধু ভয়েস কমান্ড ব্যবহার করে দিয়েল্লার কাছ থেকে আলবেনীয়রা ৯৫ শতাংশ সরকারি সেবা নেওয়ার সুযোগ পান।

গত বৃহস্পতিবার এদি রামা বলেন, 'দিয়েল্লা হচ্ছে প্রথম ক্যাবিনেট মন্ত্রী, এটি কখনো সশরীরে উপস্থিত থাকবে না। বরং তাকে এআই প্রযুক্তির ব্যবহারে ভার্চুয়ালি তৈরি করা হয়েছে।'

দিয়েল্লার দায়িত্ব ও লক্ষ্যের বিষয়ে রামা বলেন, 'আলবেনিয়াকে এমন দেশ হতে হবে, যেখানে সরকারি টেন্ডার প্রক্রিয়া শতভাগ দুর্নীতিমুক্ত।'

সম্প্রতি টানা চারবারের মতো ক্ষমতায় এসেছে রামার রাজনৈতিক দল সমাজতান্ত্রিক দল। রাজধানী তিরানায় দলটির সম্মেলনে রামা বলেন, 'দিয়েল্লা সরকারি ক্রয়ের দায়িত্ব নেবে।'

ই-পোর্টালে দিয়েল্লাকে নারীর বেশে দেখা যায়। তার পরনে ছিল আলবেনিয়ার ঐতিহ্যবাহী পোশাক।

রামা বলেন, 'ধাপে ধাপে সরকারি টেন্ডারের ফলাফল নির্ধারণের দায়িত্ব মন্ত্রীদের কাছ থেকে সরিয়ে নেওয়া হবে। সরকারি খরচ যাতে শতভাগ স্বচ্ছ থাকে, তা নিশ্চিতে টেন্ডার বিজয়ীদের নাম বেছে নেবে এআই।'

তার মতে, 'সার্বিক তথ্য বিবেচনায় নিয়ে দিয়েল্লা বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে আসা টেন্ডার নির্মোহভাবে যাচাই করবে।'

তিনি এআইকে দুর্নীতি দমনে কার্যকর উপকরণ আখ্যা দিয়ে বলেন, 'এটি ব্যবহারে ঘুষ, হুমকি ও স্বার্থের সংঘাত দূর করা সম্ভব।'

ইউজারের স্ক্রীণে দিয়েল্লা। ছবি: এএফপি
ইউজারের স্ক্রীণে দিয়েল্লা। ছবি: এএফপি

দীর্ঘদিন ধরে আলবেনিয়ায় সরকারি টেন্ডার দুর্নীতির বড় উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধীরা মাদক-অস্ত্র চোরাকারবার থেকে অর্জিত অর্থ এক দেশ থেকে আরেক দেশে পাচার করে। সরকারের ওপরের মহলেও বিষবৃক্ষের মতো দুর্নীতি জেঁকে আছে বলেও মত দেন তারা।

আলবেনিয়ার গণমাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করে বলা হয়েছে, 'সরকারি কাজের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ রূপান্তর। সরকারের প্রশাসনিক ক্ষমতা ব্যবহারে পরিবর্তন আসবে। এ ক্ষেত্রে শুধু উপকরণ হিসেবে নয়, সুশাসন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ও সক্রিয় অংশীদার হিসেবে এআইকে বেছে নেওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Shibli Rubayat, Reaz Islam banned for life in market over scam

In 2022, asset management firm LR Global invested Tk 23.6 crore to acquire a 51 percent stake in Padma Printers, a delisted company, from six mutual funds it manages

5h ago