এআই ও সামাজিকমাধ্যমের প্রভাবে ভিজিটর হারাচ্ছে উইকিপিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিকমাধ্যমের কারণে উইকিপিডিয়ার ভিজিটর কমেছে। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি উইকিমিডিয়া ফাউন্ডেশনের মার্শাল মিলারের ব্লগ পোস্ট অনুযায়ী, গত বছরের তুলনায় তাদের ভিজিটর কমেছে ৮ শতাংশ।
মিলার জানান, ভিজিটর কমার প্রধান কারণ 'জেনারেটিভ এআই ও সোশ্যাল মিডিয়ার প্রভাব'। সার্চ ইঞ্জিন ক্রমাগতভাবে জেনারেটিভ এআই ব্যবহার করছে, যেন সরাসরি উত্তর দেওয়া যায়। সেখানে উইকিপিডিয়ার মতো সাইটের লিংক দেওয়া হচ্ছে না।
তার ভাষ্য, তরুণ প্রজন্ম তথ্য খুঁজতে সামাজিকমাধ্যমকে বেশি ব্যবহার করছে।
তিনি জানান এআই, সার্চ ও সামাজিকমাধ্যম কোম্পানিগুলো অবশ্যই ব্যবহারকারীদের সরাসরি উইকিপিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করবে।
উইকিপিডিয়া নিজেও উদ্যোগ নিচ্ছে, যেমন কনটেন্টের উৎস দেখাতে নতুন ফ্রেমওয়ার্ক তৈরি এবং নতুন ভিজিটর আকৃষ্ট করতে দুটি টিম কাজ করছে।
মিলার ভিজিটরদের উৎসাহ দেন, অনলাইনে তথ্য খুঁজতে উৎস যাচাই করুন এবং মূল সূত্রে ক্লিক করুন।
Comments