কৃত্রিম বুদ্ধিমত্তা

‘ইন্টারনেটের মতোই গুরুত্বপূর্ণ উদ্ভাবন চ্যাটজিপিটি, বদলে দেবে পৃথিবী’

বিল গেটস | রয়টার্স ফাইল ছবি

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি জার্মান দৈনিক হ্যান্ডেলস্লাটকে বলেছেন, চ্যাটজিপিটি ইন্টারনেট উদ্ভাবনের মতোই সমান গুরুত্বপূর্ণ।

চ্যাটজিপিটি এমন একটি চ্যাটবট যা মানুষের মতোই ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম। 

বিল গেটস বলেন, 'আগে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু পড়তে ও লিখতে পারতো। কোনো কনটেন্ট বুঝতে পারত না। চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলো চিঠি থেকে শুরু করে ব্যবসায়ীক চালান তৈরির মতো কাজও দক্ষতার সঙ্গে করে দিকে পারে। এটি বদলে দেবে বিশ্বকে।'

মাইক্রোসফটের সহায়তায় আমেরিকান কোম্পানি ওপেনএআই চ্যাটজিপিটি তৈরি করেছে। যেটা খুব দ্রুততম সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

Comments

The Daily Star  | English

Atif Aslam, December, and erasure of historical consciousness

Culture reveals what a society chooses to remember, and what it finds acceptable to forget

27m ago