সার কারখানার গ্যাসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সার কারখানার জন্য গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করেছে।
বিইআরসি, নতুন এই দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০০-এর ৩৪(৬) ধারার আওতায় এ বছরের ১০ থেকে ২০ আগস্টের মধ্যে সার কারখানার জন্য গ্যাসের দাম সংশোধনের প্রস্তাব জমা দেয় পেট্রোবাংলা, টিটাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এই প্রস্তাবগুলো নিয়ে ৬ অক্টোবর লাইসেন্সধারী ও অন্যান্য অংশীজনের উপস্থিতিতে জনশুনানি অনুষ্ঠিত হয়। পরে ১৩ অক্টোবর পর্যন্ত লিখিত মতামত গ্রহণ করা হয়।
সব মতামত, বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে বিইআরসি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারার ক্ষমতাবলে সার কারখানা শ্রেণির গ্যাসের ক্রয়মূল্য সংশোধন করে।
কমিশন জানায়, ২০২৫–২৬ অর্থবছরে এলএনজি আমদানির জন্য সরকারের ৬ হাজার কোটি টাকার ভর্তুকি এবং এনার্জি সিকিউরিটি ফান্ড থেকে অতিরিক্ত ১ হাজার ৭৫ কোটি টাকার বরাদ্দ বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।


Comments