গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন

আশুগঞ্জ সার কারখানা

গ্যাস সংকটের কারণে ৩৮ দিন উৎপাদন চলার পরই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।

কারখানার মহাব্যবস্থাপক (পরিচালন) এ বি মাহমুদ জানান, প্রতিদিন ১ হাজার ১০০ টনের বেশি ইউরিয়া উৎপাদনের সক্ষমতার এই কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে দৈনিক অন্তত ৪ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে ওই রাতেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।

এর আগে, গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ ছিল। শ্রমিকদের কয়েক মাসের আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে এ বছর ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়।

তবে, গ্যাস চাপ কম থাকায় এবার পূর্ণমাত্রায় উৎপাদন ব্যাহত হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা গ্যাস সরবরাহ বন্ধের বিষয়টি সরকারি সিদ্ধান্ত বলে জানান। তিনি বলেন, 'কখন আবার গ্যাস সরবরাহ শুরু হবে তা আমরা জানি না। তবে এই মৌসুমে সম্ভাবনা কম।'

Comments

The Daily Star  | English
Yunus off to Japan on four-day official visit

Yunus off to Japan on four-day official visit

The chief adviser left Hazrat Shahjalal International Airport for Tokyo at 2:10am

26m ago