৪৩তম বিসিএস: মন্ত্রণালয়ের চাহিদায় ৪০৪টি পদ বাড়ছে, ফল হতে পারে এ মাসেই

৪৩তম বিসিএস
ফাইল ফটো

৪৩তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুখবর। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদায় অতিরিক্ত আরও ৪০৪ জনকে নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে এই সার্কুলারে।

বিপিএসসি সূত্র জানিয়েছে, নতুন ৪০৪টিসহ বিভিন্ন ক্যাডারে মোট ২ হাজার ২১৮টি শূন্য পদ পূরণে কমিশন শিগগির ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

নতুন ৪০৪টি পদের মধ্যে কৃষি ক্যাডারে ১৯৫টি, কর ৮২টি, প্রাণিসম্পদে ৮৪টি, খাদ্যে ২৪টি এবং রেলওয়ে (ইঞ্জিনিয়ারিং) ক্যাডারে ১৯টি পদ বাড়ানো হচ্ছে।

২০২১ সালের ২৯ অক্টোবর আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছিল। এই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২২ সালের ২০ জানুয়ারি

এতে মোট ১৫ হাজার ২২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

বিপিএসসি একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা নেয়, যেখানে ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী কৃতকার্য হন।

বিপিএসসি কর্মকর্তারা জানান, চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণের জন্য কমিশন বৈঠক করবে।

যোগাযোগ করা হলে বিপিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বলেন, 'ফল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো বলতে পারছি না। কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। আশা করি আমরা এ মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।'

এবার ক্যাডার ও নন-ক্যাডার পদের ফলাফল একইসঙ্গে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিপিএসসি। যদিও কমিশন সাধারণত ক্যাডার পদগুলোর ফলাফল আগে প্রকাশ করে।

Comments

The Daily Star  | English

Death toll from Uttara plane crash rises to 31: ISPR

Besides, 165 others were injured in the incident, the ISPR said in a statement issued around 2:15pm

Now