আবার হবে ৪৪তম বিসিএসের ভাইভা, ৪৬ এর প্রিলির ফলও নতুন করে

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবার মৌখিক (ভাইভা) পরীক্ষা নতুন করে নেওয়া হবে। এছাড়া, ৪৬ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে ঘোষণা দেওয়া হবে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৪৪, ৪৫ ও ৪৬ বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে এসব পরীক্ষার স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখতে পিএসসি কিছু সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। পরে ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। 

পিএসসি জানায়, গত ৮ অক্টোবর আগের কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য আগের কমিশনের নেওয়া মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

অপরদিকে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়নের কাজ প্রায় শেষদিকে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয় এবং এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। 

সম্ভাব্য বৈষম্য দূর করতে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্ত ন্যেছে পিএসসি।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

4h ago