৫০ বিসিএসের আবেদন ৪-৩১ ডিসেম্বর, শূন্যপদ ১৭৫৫

সরকারি কর্ম কমিশন। ফাইল ফটো

সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদের বিপরীতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

আজ বুধবার পিএসসির ওয়েবসাইটে ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আবেদন করা যাবে ৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএস পরীক্ষায় মোট এক হাজার ৭৫৫ শূন্যপদের বিপরীতে লড়বেন পরীক্ষার্থীরা।

এর মধ্যে সাধারণ ক্যাডারে ৪৫২, টেকনিক্যাল ক্যাডারে ১১২২, সাধারণ শিক্ষা ক্যাডারে ১৩৯, সাধারণ শিক্ষা (আলিয়া মাদ্রাসা) ২৬ ও সাধারণ শিক্ষা (কারিগরি) ২১ পদের বিপরীতে প্রার্থীরা আবেদন করবেন।

প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দিতে হবে। 

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago