টিআইবিতে ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ, বয়সসীমা ৩৫ বছর

টিআইবি
ছবি: সংগৃহীত

ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে ৪৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- এর বাংলাদেশ শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) প্যাক্টা (পিএসিটিএ) প্রকল্পের মাধ্যমে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

এ কর্মসূচির আওতায় ৪৫টি অঞ্চলে অবস্থিত সনাক অফিসে অস্থায়ীভিত্তিতে একজন করে নির্দিষ্ট মেয়াদে ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট (শর্ট টার্ম) নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৫টি

যোগ্যতা: অবশ্যই স্নাতক (বাণিজ্য শাখা) পাশ হতে হবে, তবে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর হলে অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট অফিস এবং এক্সেলে দক্ষতা থাকতে হবে। বাংলা টাইপিং জানতে হবে।  শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫-এর কম (৪ এর মধ্যে); জিপিএ ৩.০ এর কম (৫ এর মধ্যে) গ্রহণযোগ্য নয়। 

এ ছাড়া ন্যূনতম এক বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। পেশাদারত্ব, সুন্দর বাচনভঙ্গি, যোগাযোগ দক্ষতা, কাজের প্রতি একনিষ্ঠতা প্রার্থীর বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।  নিয়োগের পর থেকে অবশ্যই ১০ মাসের জন্য দায়িত্ব পালনের প্রস্তুতি রাখতে হবে।

অভিজ্ঞতা: এক বছর

বেতন: ২২,০০০ টাকা। দায়িত্ব পালনের জন্য সব ধরনের যাতায়াত ও অন্যান্য প্রশাসনিক ব্যয় ছাড়া অন্য কোনো ভাতা প্রযোজ্য হবে না।

বয়সসীমা: ৩৫ বছর। 

কাজের পরিধি ও দায়িত্ব

এরিয়া কো-অর্ডিনেটরের পরামর্শ ও নির্দেশনার ভিত্তিতে সিসিসি ফাইন্যান্স ম্যানুয়াল অনুযায়ী এসিজি সংক্রান্ত কার্যাবলির (কমিউনিটি মনিটরিং, কমিউনিটি অ্যাকশন মিটিং, অ্যাডভোকেসি মিটিং) খরচ ও হিসাব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা; এসিজি ও সনাক কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের বিল ভাউচার সংগ্রহ, সংরক্ষণ, যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় সংশোধন করা; নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও অগ্রগতি এরিয়া কো-অর্ডিনেটরকে অবহিত করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রস্তুত ও প্রেরণ করতে সহযোগিতা করা; অর্থ ও হিসাব সংক্রান্ত তথ্য ও উপাত্ত প্যাকট্যাপ ফাইন্যান্স মডিউলে এন্ট্রি করা এবং রিপোর্ট তৈরি করা; সনাকের ক্রয় ব্যবস্থাপনার অংশ হিসেবে ওয়ার্ক অর্ডার প্রদান, কোটেশন সংগ্রহ ইত্যাদি; বিল/ভাউচার/ডকুমেন্ট-এ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর নেওয়া; পেটি ক্যাশ মেনটেইন ও ব্যাংকিং; সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট ও ট্যাক্স কর্তন ও সরকারি কোষাগারে জমা দেওয়া; প্রয়োজন অনুযায়ী ভ্যাট ও ট্যাক্স এর প্রতিবেদন করা; সনাকের স্থায়ী ও অস্থায়ী সম্পদের রেকর্ড করা, সংরক্ষণ করা, প্রতিবেদন প্রস্তুত করা; অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করা; সনাক পর্যায়ে বাস্তবায়িত সকল কার্যক্রমের অর্থও হিসাব ব্যবস্থাপনায় অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সব ধরনের  অর্থনৈতিক কার্যক্রম বাস্তবায়নে এরিয়া কো-অর্ডিনেটরকে সার্বিক সহযোগিতা করা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীকে সিভি ও প্রয়োজনীয় ডকুমেন্ট [email protected] -এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। যে অঞ্চলে কাজ করতে ইচ্ছুক, ই-মেইলের সাবজেক্ট লাইনে সংশ্লিষ্ট অঞ্চলের নাম উল্লেখ করতে হবে, তবে বাংলাদেশের যেকোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৩। 

বিস্তারিত দেখুন এই লিংকে 

গ্রন্থনা: আহমেদ হিমেল
 

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

1h ago