বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপের সুযোগ

বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় (কিচেন ও বেকারি ইউনিটে) সম্মানীসহ ৬ মাসের জন্য শিক্ষানবিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

যোগ্যতা: ন্যাশনাল হোটেল ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই), সিটি অ্যান্ড গিল্ডস, ইউকে অথবা সরকারি যেকোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সার্টিফিকেট ইন কুকিং বা ফুড প্রিপারেশন সম্পন্নকারী হতে হবে। যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠান প্রদত্ত ন্যূনতম ৬ সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সার্টিফিকেটের ফটোকপি (সত্যায়িত) অবশ্যই আবেদনপত্রের সংগে জমা দিতে হবে। প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

বেতন: প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা হারে সম্মানী প্রদান করা হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোন ভাতা প্রাপ্য হবেন না।

বয়সসীমা: ৩০ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর। শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে: আগামী ৩০-০৮-২০২৩ তারিখ বিকাল ৪টার মধ্যে বিএফসিসি ও বিমান ওয়েবসাইট (www.bfcc-bd.com, www.biman.gov.bd এবং www.biman-airlines.com) এ নির্ধারিত ফরম সংগ্রহ পূর্বক তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ব্যবস্থাপক প্রশাসন, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, কুর্মিটোলা, ঢাকা বরাবর নির্ধারিত বাক্সে জমা করতে হবে। আবেদনের সঙ্গে ৩ কপি পাসপোর্ট সাইজ ও ৩ কপি স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে।

অন্যান্য শর্ত
চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে। প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির পূর্বে বিমান মেডিকেল হতে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।  ইতোপূর্বে উৎপাদন শাখায় ইন্টার্ন হিসেবে ২ বার ভর্তি হওয়া প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। অসম্পূর্ণ, ভুল তথ্য সংবলিত, ত্রুটিপূর্ণ এবং ইন্টার্ন ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতা যেমন- বয়স, শিক্ষাগত যোগ্যতা, ট্রেড কোর্স, জেলা ও স্থায়ী ঠিকানা ইত্যাদি যেকোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে পূরণ করা আবেদন ভর্তির যেকোন পর্যায়ে বাতিল বলে গণ্য হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সনদ অথবা মার্কশিট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসা পত্র (Testimonial), নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন/ওয়ার্ড কমিশনেরর প্রদত্ত সনদ, NID কার্ড/জন্মসনদ এর সত্যায়িত ফটোকপি দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে। দাখিলকৃত কাগজ-পত্র, ছবি প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে।

গ্রন্থনা: আহমেদ হিমেল
 

Comments

The Daily Star  | English

Ducsu election sees spontaneous turnout of voters

Ducsu election is being held at eight centres of the campus with nearly 40,000 registered voters and 471 candidates vying for 28 central posts.

44m ago