জাবি শিক্ষকদের গবেষণা ভাতা বন্ধের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

শিক্ষকদের গবেষণা ভাতা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবি প্রশাসন গতকাল সোমবার অফিস আদেশে জানিয়েছে, গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গবেষণা ভাতা বন্ধের সিদ্ধান্ত হয়।

রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, 'একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গবেষণা ভাতা প্রদান ১৮ এপ্রিল (সিন্ডিকেটের তারিখ) অপরাহ্ন হতে বন্ধ করা হয়েছে।'

প্রসঙ্গত, গবেষণা ভাতা বাবদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হতো।

ভাতা বন্ধ করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছেন গবেষক শিক্ষকরা। যোগাযোগ করা হলে দর্শন বিভাগের অধ্যাপক রাইহান রাইন বলেন, 'এটা খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজই তো গবেষণা করা, জ্ঞান উৎপাদন করা। বিশ্ববিদ্যালয় শুধু পাঠশালা নয়, গবেষণা ছাড়া নতুন জ্ঞান উৎপাদন সম্ভব নয়। একটা প্রধান উদ্দেশ্য পূরণের পরিবর্তে এমন সিদ্ধান্ত নেওয়া হতাশাজনক।'

এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারিকুল ইসলাম বলেন, 'গবেষণার ক্ষেত্রে স্বীকৃতি ও অর্থায়ন দুটি বিষয়ই জরুরি। অর্থায়নটা নিশ্চিত করতে পারলে শিক্ষকরা নতুন গবেষণায় আগ্রহী হবেন।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, 'গবেষণা ভাতা বন্ধ করার ব্যাপারটা নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে আলোচনা করব।'

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের ব্যক্তিগত নম্বরে কল দিলে তার সচিব রিসিভ করেন। তিনি বলেন, 'স্যার এ বিষয়ে এখন কথা বলতে পারবেন না, মিটিংয়ে যাবেন।'

ইউজিসি সদস্য ড. দিল আফরোজা বেগমকে কল করলে তিনি বলেন, 'কথা বলতে পারব না, মিটিং আছে।'

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

15h ago