চবি শিক্ষক-কর্মচারীদের বাসে ছাত্রলীগের ‘পাহারা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বাসের 'নিরাপত্তা' দিতে চবি ছাত্রলীগ নেতাকর্মীরা বাসগুলোকে পাহারা দিয়েছে।

চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মীরজা খবির সাদাফ তার ফেসবুকে এ সংক্রান্ত কয়েকটি ছবি পোস্ট করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৭টায় ক্যাম্পাস থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসে ফিরে আসা সব বাসের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। আমরা বিশ্ববিদ্যালয় চালু রাখতে বদ্ধপরিকর।'

তিনি বলেন, 'কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে কোনো সাহায্য চায়নি, কিন্তু যেসব শিক্ষকরা বাস ব্যবহার করেছেন তারা অনেকেই আমাদের প্রশংসা করেছেন।'

রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বাসের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'সেখানে অন্তত ২০টি মোটরসাইকেল এবং ছাত্রলীগের ৪০-৫০ জন কর্মী বাস পাহারা দিতে সহায়তা করেছে, প্রয়োজন হলে বিকেলেও আমরা বাসগুলোকে এসকর্ট দেব।'

যোগাযোগ করা হলে চবি পরিবহন দপ্তরের প্রশাসক আশরাফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩টি শিক্ষক বাস ও ১টি স্টাফ বাসসহ মোট ৬টি যানবাহন শিক্ষক-কর্মচারীদের নিতে শহরে গিয়েছিল। সবগুলো পরিবহনই যাত্রা শেষ করে ক্যাম্পাসে ফেরত এসেছে, বিকেলে তারা আবার শিক্ষকদের নিয়ে শহরের উদ্দেশ্যে যাবে।

তিনি বলেন, 'আমরা ছাত্রলীগের কাছ থেকে কোনো এসকর্ট চাইনি।'

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago