কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও অধ্যাপক ড. সোবহান মিয়া। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন।

আজ সোমবার দুপুরে ই-মেইলে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পরবর্তী ভিসি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ভিসির দায়িত্ব পালন করবেন।

২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভিসি হিসেবে যোগদান করেন ড. মিহির রঞ্জন হালদার।

অন্যদিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ২০২২ সালের ২২ নভেম্বর কুয়েটের উপ-উপাচার্য পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

এর আগে গতকাল রোববার বিকেলে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একই দিন দুপুরে তাদের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরাও ক্যাম্পাসে র‍্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

6h ago