ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।

এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, সংঘর্ষ শুরুর পর পুলিশ শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দুপুর পৌনে ১২টার দিকে জানান তিনি। 

সংঘর্ষের কারণ জানতে চাইলে তিনি বলেন, তারা এটা জানার চেষ্টা করছেন।

Comments

The Daily Star  | English

Govt warns of tough action against protesting NBR officials

The strike crippled activities at customs and ports, affecting exports, imports, and businesses.

2h ago