অবস্থান থেকে এবার অনশনে চবি চারুকলা শিক্ষার্থীরা

আমরণ অনশনে চবি চারুকলা শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ওই অনুষদের শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, এপ্রিলের আগেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে এক দফা দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে সমাধান না আসায় তারা অনশনে বসেন।

চারুকলা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপ্নীল ভট্টাচার্য বলেন, আমরা আজকে প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম অগ্রগতির বিষয়ে। তারা জানিয়েছেন আমাদের চারুকলার প্রশাসন পুরো ব্যাপারটাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে তাদের ব্যর্থতার কথাই বলেছেন। আমরা এখন অনশনে যাচ্ছি। আমাদের দাবি সিন্ডিকেটের প্রজ্ঞাপনের মাধ্যমে জারি না করা পর্যন্ত আমরা আমরণ অনশন করব।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, বিষয়টি সমাধানের প্রক্রিয়ায় আছে। আমারা মিটিংয়ে বসেছি। দ্রুতই সিদ্ধান্ত আসবে।

২০২৩ সালের ২ নভেম্বর চবি চারুকলা শিক্ষার্থীরা ২২ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে। টানা ৮২ দিন আন্দোলনের পর ২০২৪ সালের ২৩ জানুয়ারি শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও সাত দিনের আল্টিমেটাম শেষে ৩১ জানুয়ারি পুনরায় আন্দোলনের নামে। এরই মাঝে ২ ফেব্রুয়ারি চারুকলা ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই বছরের ১০ ডিসেম্বর আবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন চারুকলা ইনস্টিটিউটকে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসে স্থানান্তরের ঘোষণা দেয়।

Comments

The Daily Star  | English

Trump says Venezuela's Maduro captured in 'large scale' US strike

In a brief phone interview with The New York Times, Trump hailed the 'brilliant' operation

35m ago