বুয়েটে আবরার ফাহাদের স্মৃতিফলক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে 'আবরার ফাহাদ স্মৃতিফলক'।
বুয়েট শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) নির্যাতনে নিহত আবরার ফাহাদের স্মৃতিকে চিরঅম্লান রাখতে মঙ্গলবার বিকেল ৩টায় শেরে বাংলা হল চত্বরে এই স্মৃতিফলক উন্মোচন করা হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্মৃতিফলকটি নির্মিত হয়েছে।
আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া, বুয়েট শেরে বাংলা হলের অ্যালামনাই ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রকৌশলী আবুল হায়াত, শেরে বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, শেরে বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন শেরে বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রেজাউল করিম।
ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান আবরার ফাহাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, 'আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এ ধরনের মর্মান্তিক ঘটনার সামান্যতম পুনরাবৃত্তিও যেন আর কখনো না ঘটে। এটি শুধু প্রশাসনের পক্ষ থেকে নয়, শিক্ষার্থী সমাজের পক্ষ থেকেও প্রতিজ্ঞা। একইসঙ্গে, দেশের ছাত্ররাজনীতিতে যারা যুক্ত, তারাও প্রতিজ্ঞা করবেন, আর কোনো শিক্ষার্থী যেন প্রতিবাদের কারণে মৃত্যুর মুখে পতিত না হয়।'
তিনি বলেন, 'আবরার ফাহাদ সাহসিকতার সঙ্গে সত্য কথা বলেছিল। নির্ভীকভাবে পানি চুক্তি নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছিল বলেই তাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে। যে স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে, সেটি কেবল একটি প্রতীক নয়, এটি সত্যের পক্ষে দাঁড়ানো, প্রতিবাদের স্বরূপ ধারণ করা এবং দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখার অঙ্গীকার।'
'দেশের মঙ্গল সাধনের জন্য ভয় পাওয়া যাবে না, আবরার তার জীবন দিয়ে আমাদের সেই শিক্ষা দিয়েছে। তাই আজ আমাদেরও শপথ নিতে হবে দেশপ্রেম, সত্য প্রকাশ ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার পথে অবিচল থাকার,' যোগ করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. বদরুজ্জামান বলেন, 'বুয়েটে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং তা নিষিদ্ধই থাকবে। যেকোনো ব্যানারে এ ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। আমি প্রত্যাশা করি, তোমরা সবাই সতর্ক দৃষ্টি রাখবে, যেন কোনোভাবে এই ধরনের রাজনীতি বুয়েটে প্রবেশ করতে না পারে।'
Comments