বুয়েটের শিক্ষার্থীদের ২টি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যয় করতে পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দুইটি আধুনিক বাস উপহার দিয়েছে।

গত শনিবার দুপুর ১২টায় বুয়েট পরিবহন পুল প্রাঙ্গণে উপহার হস্তান্তরকে ঘিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের হাতে প্রতীকী চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএইআরএস-এর পরিচালক অধ্যাপক ড. আরিফ হাসান মামুন।

অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, 'বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।'

তিনি আরও বলেনে, 'পূবালী ব্যাংকের সকল কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের শিক্ষার্থীদের যাতায়াত সমস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দুটি বাস উপহার হিসেবে প্রদান করেছেন। এই উপহার শুধুমাত্র যানবাহন নয়, এটি আমাদের ছাত্র-ছাত্রীদের নিরাপদ চলাচলে এক বিশাল সহায়তা এবং আমাদের জন্য একটি আন্তরিক বন্ধনের নিদর্শন। আমি আশা করি ভবিষ্যতেও পূবালী ব্যাংক পিএলসি তাদের প্রতি বছরের সিএসআর ফান্ড থেকে এই বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।'

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'আমি আশা করব আমাদের ছাত্র-ছাত্রীরা এই বাসগুলোর সদ্ব্যবহার করবে; যত্নসহকারে ব্যবহার করবে। এটি শুধু তোমাদের চলাচলের জন্য নয়, বরং এটি একটি আস্থার প্রতীক, একটি ভালোবাসার বন্ধন যা পূবালী ব্যাংক আমাদের প্রতি দেখিয়েছে।'

পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, 'আজকের এই বিশেষ দিনে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত, কারণ, আমি আজ এখানে শুধুমাত্র একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে নয়, বরং গৌরবময় এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন সাবেক ছাত্র হিসেবে দাঁড়িয়ে আছি।'

তিনি বলেন, 'আজ যে দুটি বাস বুয়েটের জন্য হস্তান্তর করতে পেরেছি, এটি আমার জন্য শুধু একটি আনুষ্ঠানিক কাজ নয়—এটি আমার ভালোবাসার, সম্মানের, এবং কৃতজ্ঞতার একটি ছোট্ট বহিঃপ্রকাশ। গৌরবময় এই শিক্ষাপ্রতিষ্ঠানের একজন সাবেক ছাত্র হিসেবে আশা করি, বুয়েটের মেধাবী শিক্ষার্থীরা এই সুবিধা থেকে উপকৃত হবে এবং ভবিষ্যতে দেশের সেবা করতে আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশেষভাবে ধন্যবাদ জানাই উপাচার্য মহোদয়কে। তিনি আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, সহযোগিতা করেছেন।'

চাবি হস্তান্তর অনুষ্ঠানে বুয়েটের ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জনাব মো. শাহনেওয়াজ খান, উপ ব্যবস্থাপনা পরিচালক, মোছা. মাসুমা খাতুন, উপ-মহা ব্যবস্থাপক ও শাখা প্রধান শাহবাগ এভিনিউ শাখা, ফারহানা হক, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান শিশু পার্ক শাখা, মো. মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, ইয়াসির আরাফাত, সেলস ম্যানেজার, কার্ড  বিজনেস ডিভিশন।

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

1h ago