জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে থাকা চারটি আবাসিক হলের নতুন নাম দেওয়া হয়েছে। 
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি বলেন, বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় নামকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 
পরিবর্তনগুলি দ্রুত কার্যকর হবে বলে জানান তিনি।  
সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেলানী খাতুন হল রাখা হয়েছে। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শেরে বাংলা একে ফজলুল হক হল এবং ১০তলা শেখ রাসেল হলের নতুন নাম দেওয়া হয়েছে নবাব সলিমুল্লাহ হল।
আর মেয়েদের শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে জুলাই চব্বিশ জাগরণী হল দেওয়া হয়েছে।
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে নামটি রাখা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English
Chief Justice Refaat Ahmed July revolution statement

July revolution did not seek to overturn constitution: Chief Justice

Outgoing CJ Refaat says movement aimed to purify constitutional engagement

2h ago