যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের স্থগিত পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

Jessore Education Board
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। ছবি: সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের স্থগিত এমসিকিউ পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে- চলমান এসএসসি পরীক্ষার ১৭ সেপ্টেম্বরের স্থগিত বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের (১০২) এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে, ১৫ সেপ্টেম্বর যশোর বোর্ডের অধীনে নড়াইলের কয়েকটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হয়। এরপর ১৬ সেপ্টেম্বর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করে যশোর শিক্ষা বোর্ড।

 

Comments

The Daily Star  | English
LPG price hike in Bangladesh

LPG import hurdles may cause supply crunch

The current supply of liquefied petroleum gas is sufficient to meet local demand despite difficulty in importing the fuel, importers said.

10h ago