ইসলামী বিশ্ববিদ্যালয়

ফুলপরীকে নির্যাতনের ঘটনায় জড়িত আরও ৩ শিক্ষার্থী হল ছেড়েছেন

ফুলপরীকে নির্যাতন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী ফুলপরীকে নির্যাতনের ঘটনায় জড়িত আরও ৩ শিক্ষার্থী হল ছেড়েছেন।

তারা হলেন— আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাওয়াবিয়া জাহান।

হল সূত্র জানায়, মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে তারা হল ছাড়েন। তার আগে হল ছাড়ার নির্দেশনার কপি তাদের কাছে পৌঁছানো হয়।

হলের শাখা কর্মকর্তা হামিদা খাতুন জানান, মঙ্গলবার সকালে হল ছাড়েন মাওয়াবিয়া। হলের গণরুম প্রজাপতি-১ এ থাকতেন তিনি। বাবার সঙ্গে তিনি ক্যাম্পাস ছাড়েন। দুপুরে ইসরাত জাহান মীম এবং সন্ধ্যায় হল ছাড়েন হালিমা আকতার ঊর্মী।

তারা সকলেই বিভিন্ন মেসে উঠেছেন বলে জানা গেছে। 

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় হাইকোর্টের নির্দেশে হল ছাড়েন শিক্ষার্থী নির্যাতনের মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাবাসসুম ইসলাম।

হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা পাওয়া মাত্রই অন্তরা ও তাবাসসুম ওই দিন সন্ধ্যায় হল ত্যাগ করেন। পরে হলের পক্ষ থেকে আবাসিক শিক্ষার্থীর সুবিধা বাতিলের সিদ্ধান্ত জানালে মঙ্গলবার অন্যরা হল ছাড়েন। আজ বুধবার দুপুর ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশনা ছিল।

প্রভোস্ট জানান, হল প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ওই ৫ জনের আবাসিক সুবিধা বাতিল করা হয় এবং হলের সঙ্গে তাদের সংযুক্তিও (এটাচমেন্ট) বাতিল করা হয়।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

11h ago