উচ্চশিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি দেবে মালয়েশিয়া

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি দেবে মালয়েশিয়া
প্রফেসর ওয়াং রুইফাং-এর নেতৃত্বে জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ইউজিসিতে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন। ছবি: সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য ১০টি বৃত্তি প্রদানের সিদ্বান্ত নিয়েছে জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়া।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট প্রফেসর ওয়াং রুইফাং-এর বৈঠকে এ সিদ্বান্তের বিষয়টি জানানো হয়েছে।
 
প্রফেসর ওয়াং রুইফাং-এর নেতৃত্বে জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়ার ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসিতে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন।

প্রফেসর ওয়াং রুইফাং বলেন, ২০১৯ সালে ইউজিসি ও জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়ার মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় এই বৃত্তি দেওয়া হচ্ছে। এই স্মারকের আওতায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেরিটাইম, মেরিন টেকনোলজি, ডিপ লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি ও মেকাট্রনিক্স বিষয়ে বৃত্তি প্রদান করা হবে।

 
বাংলাদেশি শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউজিসি।

সভায় প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, এ সমঝোতার আওতায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে যৌথ গবেষণা, শিখন ও শিক্ষণ পদ্ধতির উন্নয়নে সহযোগিতা পাওয়া যাবে। মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি, শিক্ষা ও গবেষণা সুবিধাদি আমাদের দেশের উচ্চশিক্ষা এবং গবেষণার মানোন্নয়নে ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষার অনেকগুলো ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ আছে। এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারলে ২ দেশই উপকৃত হবে। এ ক্ষেত্রে ইউজিসি'র পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, জিয়ামেন ইউনিভাসিটি মালয়েশিয়া একটি বিখ্যাত চীনা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বিদেশি ক্যাম্পাস এবং মালয়েশিয়ার প্রথম চীনা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস।

সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 
 

 

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

5h ago