ঢাবির ভর্তি পরীক্ষা: চারুকলায় পাসের হার ৪.৪৯ শতাংশ

Dhaka University logo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইউনিটে স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৪ দশমিক ৪৯ শতাংশ।

আজ সোমবার দুপুরে অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল প্রকাশ করেন৷

চারুকলা ইউনিটের আসন সংখ্যা ১৩০টি। ইউনিটটির জন্য পরীক্ষা দেন ৪ হাজার ৭২৬ জন। তাদের মধ্যে পাস করেছেন ২১২ জন।

চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষার ফলে প্রথম হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী সৌম্য দীপ্ত মন্ডল৷ এসএসসি ও এইচএসসির জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ১০২। দ্বিতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. সাফফাত হোসেন রিশতা। এসএসসি ও এইচএসসির জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ১০১ দশমিক ৫। তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী ঋদীতা নওশিন। এসএসসি ও এইচএসসির জিপিএসহ ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত মোট নম্বর ৯৯ দশমিক ৭৫।

Comments

The Daily Star  | English

BNP’S polls activities: Tarique to begin countrywide tour next week

The visits are intended to help him see the country in person after 17 years in exile and reconnect directly with voters and party activists

10h ago