এসএসসি পরীক্ষার ফল ১২ মে

স্টার ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ মে প্রকাশ করা হবে।

আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, ১২ মে সকাল ১০টায় ফল প্রকাশ করা হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করা হবে।

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

Comments

The Daily Star  | English

Shibir leading in top two Ducsu posts

The results announced by the presiding officers of respective halls showed that Shadik won a total of 5,676 votes while his nearest candidate Abidul Islam Khan, from the JCD-backed panel, got 1,509

8m ago