১ মাসের বেশি সময় পর ক্লাসে ফিরল শিক্ষার্থীরা

এক মাসের বেশি বন্ধ থাকার পর আজ রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। ছবি: আনিসুর রহমান/ স্টার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

সকালে নিজ নিজ স্কুলের পোশাক পরে শিক্ষার্থীদের স্কুলে যেতে দেখা যায়। অনেকের সঙ্গে ছিলেন অভিভাবকেরা।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় ঢাকা শহরের অনেক জায়গায় তীব্র যানজট দেখা দেয়।

অন্তত ২০ জন উপাচার্য, ১০ জন উপ-উপাচার্য এবং অনেক কর্মকর্তার পদত্যাগের পর প্রশাসনে শূন্যতার মধ্যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আজ থেকে আবার খুলেছে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেড় মাসেরও বেশি সময় ধরে ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়।

এর আগে গত ৭ আগস্ট থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হলেও উপস্থিতি ছিল খুবই কম।

শিক্ষার্থীদের বিক্ষোভে গত ১৬ জুলাই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।

নতুন পেনশন স্কিমের প্রতিবাদে শিক্ষকরা ধর্মঘট করলে ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago