গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফিরতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ

ছবি: সংগৃহীত

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নুমেরী জামানের সই করা এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপ কমানো, ভর্তি প্রক্রিয়ার সময় সাশ্রয় করা এবং মেধাভিত্তিক, স্বচ্ছ ও সমন্বিত পদ্ধতিতে শিক্ষার্থী নির্বাচন নিশ্চিত করা। 

সম্প্রতি দেখা যাচ্ছে যে, কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজ উদ্যোগে পৃথক ভর্তি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জন্য তা বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করবে এবং জনমনে শিক্ষা প্রশাসনের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে এ সংক্রান্ত শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদের গত ১ ডিসেম্বরের এক চিঠির উল্লেখ করা হয়।

দেশের গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের লেখা ওই চিঠিতে উপদেষ্টা বলেন, আমরা মনে করছি যে বর্তমানে প্রচলিত গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে বেরিয়ে এলে উচ্চশিক্ষা ব্যবস্থার শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে। ভবিষ্যতে প্রয়োজনে এ পদ্ধতির সংশোধন করারও সুযোগ থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিদ্ধান্ত নিতে থাকলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে।

এ পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে ভর্তির ব্যবস্থা অনুসরণ করার জন্য উপাচার্যদের অনুরোধ জানান উপদেষ্টা।

Comments

The Daily Star  | English
Daria-i-Noor diamond in Bangladesh

Daria-i-Noor, ‘sister’ to Koh-i-Noor, awaits first light in 117 years

Committee to inspect legendary diamond mortgaged by Nawab Salimullah in 1908

5h ago