জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র চালু

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে।

আজ শুক্রবার কুমিল্লা সদরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এই কেন্দ্রের উদ্বোধন করেন।

এই আঞ্চলিক কেন্দ্র থেকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনীর কলেজগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

ড. এ এস এম আমানুল্লাহ বলেন, 'শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর আলোকে অনার্সসহ বিভিন্ন কোর্সের সিলেবাস সংস্কার, তথ্য-প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।'

'পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করেছি। যে কারণে পাঠ্যক্রমে ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।'

'অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থীর সার্বিক উন্নয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সব রকম সহযোগিতা করবে এবং আগামী এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

4h ago