নকলের অভিযোগ: পীরগঞ্জ ডিএন কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র বাতিল

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লগো। ছবি: সংগৃহীত

নকলের অভিযোগ ওঠায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিএন কলেজের পরীক্ষাকেন্দ্র বাতিল করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

আজ সোমবার বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের বিএ ও বিএসএস-এর ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন ডিএন ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রকাশ্যে নকলের অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, এ সংক্রান্ত সংবাদ ২৬ ও ২৭ সেপ্টেম্বর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়।

বাউবি এ ঘটনায় পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্র বাতিল করেছে। পরীক্ষা চলমান থাকায় ডিএন কলেজের বদলে নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজকে।

এ ছাড়া, দায়িত্বে অবহেলা ও নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বাউবির ঠাকুরগাঁও উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-পরিচালক ড. মো. আসাদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নকলের ঘটনা তদন্তে বাউবির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ মণ্ডলকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ডিএন ডিগ্রি কলেজ কেন্দ্রের সমন্বয়কারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বাউবি সর্বদা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে অঙ্গীকারবদ্ধ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে অবহেলার কারণে এ কেন্দ্রে (ডিএন কলেজে) অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।'

বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কখনোই পরীক্ষায় অসদুপায়কে প্রশ্রয় দেয় না। নকল প্রবণতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, বরং শাস্তিযোগ্য অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago