নিরাপদ খাদ্য ও সবুজ বিপ্লবের বার্তায় ৫০০ চারা বিতরণ করল ডিআইইউ
নিরাপদ খাদ্য, সবুজ বিপ্লব ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কৃষিবিজ্ঞান বিভাগ ও এগ্রিকালচারাল সায়েন্স ক্লাব আয়োজন করেছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার আশুলিয়ার চানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে প্রায় ৫০০টি ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার।
তিনি বলেন, 'একটি দেশের উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক অগ্রগতি নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষাও অপরিহার্য। আজকের শিশুদের হাতে একটি করে চারা তুলে দেওয়া মানে তাদের হাতে আগামীর সবুজ বাংলাদেশের স্বপ্ন তুলে দেওয়া।'
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ডিআইইউ কৃষিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এ. রহিম।
তিনি বলেন, 'আমরা শুধু গাছ বিতরণ করছি না, আমরা খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দূষণমুক্ত পরিবেশের বার্তা ছড়িয়ে দিচ্ছি। প্রতিটি ফলজ গাছ ভবিষ্যতে একটি পরিবারের পুষ্টির যোগান দেবে। প্রতিটি বনজ গাছ হবে অক্সিজেনের ভাণ্ডার।'
চানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিআইইউকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মতো শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান যখন আমাদের মতো একটি প্রত্যন্ত বিদ্যালয়ের পাশে দাঁড়ায়, তখন বোঝা যায়—আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়তে কাজ করছি।'
কর্মসূচিতে কৃষিবিজ্ঞান বিভাগের শিক্ষক ও এগ্রিকালচারাল সায়েন্স ক্লাবের সদস্যরা অংশ নেন। ক্লাবের সদস্যরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন ও গাছের যত্ন নেওয়ার সহজ কৌশল শেখান।


Comments