এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে।
ফল পাওয়া যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র ও এসএমএসের মাধ্যমে।
প্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইটের 'রেজাল্ট কর্নার'-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা www.educationboardresults.gov.bd থেকে ফলাফল জানতে পারবে।
এ ছাড়া, এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর এইচএসসি স্পেস বোর্ডের নাম স্পেস রোল নম্বর স্পেস পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে। উদাহরণস্বরূপ: HSC Dha 123456 2024 লিখে 16222–তে পাঠাতে হবে।
Comments