২৭ বিসিএসে বঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে জনপ্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন প্রকাশ করে।
এতে বলা হয়, নিয়োগপ্রাপ্তরা কোনো বকেয়া পাবেন না। তাদের জ্যেষ্ঠতা নির্ধারণে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার তারিখ বিবেচনা করা হবে।
কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ সময় আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) অথবা সরকার কর্তৃক মনোনীত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষ হওয়ার পর সরকার কর্তৃক নির্ধারিত তাদের নিজ নিজ চাকরি-সম্পর্কিত প্রতিষ্ঠানে পেশাদার এবং বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হবে।
শর্ত পূরণ হলে ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা নির্ধারিত কার্যালয়ে তাদের যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় প্রজ্ঞাপনে।
আর নির্ধারিত তারিখে যোগ না দিলে ওই ক্যাডারের নিয়োগপত্র বাতিল গণ্য হবে। নিয়োগ, প্রশিক্ষণসহ অন্যান্য সব বিষয়ে বিদ্যমান নিয়মকানুন অনুসরণ করা হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে এবং দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা গত ফেব্রুয়ারিতে আপিল বিভাগে লিভ টু আপিল করেন। পরে আপিল বিভাগ ২৭তম বিসিএস পরীক্ষার নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেন।
এর মধ্য থেকে ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়।


Comments