চবি ভর্তি পরীক্ষা শুরু কাল, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড বন্ধ শনিবার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। 

প্রথম দিন বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের পরীক্ষা হবে। 

চলতি বছর 'এ' ইউনিটে আসন প্রতি প্রতিযোগিতা করছেন প্রায় ৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, 'এ' ইউনিটে ১ হাজার ৯৩টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ— বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ।

পরীক্ষা পদ্ধতি

গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় থাকবে ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কাটা যাবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

মানবণ্টন

সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের, যা সম্পূর্ণ বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ডি-১ উপ-ইউনিট ছাড়া সব ইউনিটে পাস নম্বর ৪০ নির্ধারণ করা হয়েছে। ডি-১ উপ-ইউনিটে ন্যূনতম পাস নম্বর থাকবে ৩৫।

নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি

ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা বিষয়ে চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, 'শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য নিরাপত্তা বাহিনীর ২২০ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ২টি মেডিকেল ক্যাম্প ও ৬টি ইনফরমেশন সেন্টার থাকবে। এছাড়া প্রায় ২৫ জন গোয়েন্দা সংস্থার সদস্য পরীক্ষাকেন্দ্র এলাকায় নজরদারিতে থাকবেন।'

এছাড়া চাকসুর উদ্যোগে ছয়টি বিশ্রামাগার স্থাপন করা হবে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি সার্বক্ষণিক টহলে থাকবে, যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হয়।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৫টি পয়েন্টে ৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। 

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ জানুয়ারি 'ডি' ইউনিট, ৯ জানুয়ারি 'সি' ইউনিট ও ১০ জানুয়ারি 'বি' ইউনিটের পরীক্ষা হবে। 
আর উপ-ইউনিটের মধ্যে ৫ জানুয়ারি 'ডি-১', ৭ জানুয়ারি 'বি-১' ও ৮ জানুয়ারি 'বি-২' এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩ জানুয়ারি ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড বন্ধ 
শনিবার ৩ জানুয়ারি 'ডি' ইউনিটের পরীক্ষার দিন ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোডে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ মিলিটারি একাডেমি আয়োজিত ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন উপলক্ষে ৩ জানুয়ারি ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোডে যান চলাচল বন্ধ রাখা হবে। একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ পরিস্থিতিতে ওইদিন ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago