পলোগ্রাউন্ডের জনসভায় বিনামূল্যে পানি নিয়ে ছাত্রলীগ

পানির পাশাপাশি সমাবেশে আসা নেতা-কর্মীদের মধ্যে ১ লাখ চকলেটও বিতরণ করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ। ছবি: সেফায়েত উল্লাহ/স্টার

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ছাত্রলীগের পানি বিতরণের এই উদ্যোগের প্রশংসা করেছেন জনসভায় আসা নেতা-কর্মীদের অনেকে।

সমাবেশস্থলে আসা রাঙ্গুনিয়া যুবলীগের সদস্য কুতুব উদ্দিন বলেন, 'সমাবেশস্থলে খাবার তো দূরের কথা, পানিও পাওয়া যায় না। এ অবস্থায় ছাত্রলীগ যে এমন একটি উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, তাতে তারা অবশ্যই ধন্যবাদ পাবে।'

পানি বিতরণ সেলের সমন্বয়ক ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুম জানান, সমাবেশস্থলে ৬টি গাড়িতে করে তারা ১ লাখ পানির বোতল এনেছেন। সব পানি বিতরণের চেষ্টা করছেন তারা। পাশাপাশি ১ লাখ চকলেট বিতরণের টার্গেটও আছে তাদের।

এদিকে জনসভা এলাকায় পড়ে থাকা খালি বোতল কুড়াতে দেখা গেছে পথশিশুদের। সুমন নামের এমন এক পথশিশু বলে, 'এগুলো বিক্রি করে সেই টাকা দিয়া ভাত খামু।'

এক দশক পর চট্টগ্রাম নগরীতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনসভা উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

আজ রোববার সকাল হেলিকপ্টারে করে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে পৌঁছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৩তম লং কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন সরকারপ্রধান।

সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নামবেন। বিকালে নগরীর পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তৃতা দেবেন তিনি।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago