ঢাবিতে ছাত্রদলের ২ কর্মীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

মঙ্গলবার দুপুরে ঢাবিতে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদলের ২ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদলের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদলকর্মী মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও জোবায়ের আলী কবি জসীমউদ্দিন হলের শিক্ষার্থী।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে আহত মাহমুদুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা টিএসসিতে একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন আমাদের দেখে কাছে আসে। হঠাৎ তারা আমাদের "ধর ধর" বলে ধাওয়া করে।'

'ছাত্রলীগের ধাওয়ায় আমরা রাজু ভাস্কর্যের দিকে ছুটে যাই। কিন্তু তারা আমাদের ধরে ফেলে এবং চড়-ঘুষি মারতে থাকে,' বলেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগটি সত্য নয়। আমি কিছু জায়গা থেকে শুনেছি, আসলে সেখানে কী হয়েছে। ছাত্রলীগ ও ছাত্রদলের কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে।'

জানতে চাইলে ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রদলসহ একাধিক সূত্র থেকে এ ঘটনার বিষয়ে জেনেছি। তবে তারা আমাদের অভিযুক্তের নাম-পরিচয় জানায়নি। আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে এসে ক্লাস করতে বলেছি।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

22h ago