‘মাদককে না বলো, নিজেকে ভালোবাসো’ বার্তায় তাদের পরিভ্রমণ শুরু

ছবি: সংগৃহীত

'মাদককে না বলো, নিজেকে ভালোবাসো'—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের তিনজন রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু করেছে।

আজ রোববার সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের এই যাত্রা শুরু হয়। আগামী ৪ সেপ্টেম্বর তারা পরিভ্রমণ শেষ করে চট্টগ্রাম মীরসরাই বাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পরিভ্রমণে অংশগ্রহণ করেছেন চাঁদপুর সরকারি কলেজের রোভার সাইফুল ইসলাম ও মো. রনি এবং পুরাণবাজার ডিগ্রি কলেজের মো. নাজমুল হাসান নাহিদ।

এই তিন রোভার স্কাউটের পরিভ্রমণ সূচনালগ্নে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন। আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা রোভারের কমিশনার ও পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শোয়ায়েব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুরের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী।

চাঁদপুর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার মো. মহিউদ্দিন জানান, মাদককে না বলো, নিজেকে ভালোবাসো—এই বার্তা ছড়িয়ে দেওয়া, শারীরিক ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং ভ্রাতৃত্ব ও দলীয় চেতনা গড়ে তোলার লক্ষ্যে তারা পরিভ্রমণে যাচ্ছে।

তিনি জানান, রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড 'প্রেসিডেন্ট রোভার স্কাউট' (পিআরএস) অর্জনের জন্য সেবাস্তরের রোভারদের এই পরিভ্রমণ সম্পন্ন করতে হয়। পরিভ্রমণের অন্যতম শর্ত হলো, পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার, নৌকাযোগে ৩০০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago