আবার কমলো টাকার মান, ১ ডলার এখন ৮৭.৯০ টাকা

স্টার ডিজিটাল গ্রাফিক্স

ক্রমবর্ধমান আমদানির কারণে যুক্তরাষ্ট্রের ডলারের সরবরাহ কমে যাওয়ায় আবারো ডলারের বিপরীতে টাকার মান কমেছে।

সর্বশেষ আজ সোমবার বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক বিনিময় হার প্রতি মার্কিন ডলার ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ দশমিক ৯০ টাকা নির্ধারণ করে।

এনিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৬ বার টাকার অবমূল্যায়ন করল কেন্দ্রীয় ব্যাংক।

ডলারের ঘাটতি ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা ব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছে, যে কারণে কেন্দ্রীয় ব্যাংক এখন স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা।

পাশাপাশিকেন্দ্রীয় ব্যাংক বিলস ফর কালেকশন (বিসি) সেলিং রেটের হার প্রতি ডলার ০.৪০ টাকা বাড়িয়ে ৮৮ টাকা করেছে এবং আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করার সময় ব্যাংকগুলিকে এই হার অনুসরণ করার কথা বলা হয়েছে

তবে ব্যাঙ্কগুলি এখনও আমদানিকারকদের কাছ থেকে প্রতি মার্কিন ডলারের জন্য ৯৫ টাকার বেশি চার্জ করছে।

ব্যাংকাররা বৈদেশিক মুদ্রা ব্যবস্থায় চলমান অস্থিরতার জন্য ক্রমবর্ধমান আমদানিতে ব্যয়কেই এজন্য দায়ী করছেন।

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়, যা পরবর্তীকালে বিশ্ববাজারে পণ্যের দামে বড় ধাক্কা দেয়।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সেই সংকটকে আরও গভীর করেছে।

Comments

The Daily Star  | English

Ducsu polls: 78.36% votes cast

Female halls witnessed comparatively lower voter count

8m ago