শিল্পা শেঠি ‘কেমন আছেন সবাই’ শুধু বাংলায় বলতে পারেন

বনানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শিল্পা শেঠি। ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি অনুষ্ঠান মঞ্চে উঠে বাংলায় বলেন 'কেমন আছেন সবাই?' এইটুকু শুধু বাংলা বলতে পারি।

'ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২' উপলক্ষে ঢাকায় এসেছিলেন এই বলিউড তারকা। বনানীর একটা পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাত ৯টার দিকে মঞ্চে ওঠেন তিনি।

শিল্পা বলেন, 'সবার পুরস্কার পেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়। সফলতার চেয়ে আত্মতৃপ্তি গুরুত্বপূর্ণ। ঢাকায় এটা আমার দ্বিতীয়বারের মতো আসা। ৫ বছরের আগে আরেকবার আসা হয়েছিল। আপনারা আমাকে বেশিদিন ভুলে থাকতে দেন না। যদি আমাকে আবারও ডাকা হয় তাহলে আমি আবারও আসব।'

এরপর 'বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২'- তুলে দেন ২০ জনের হাতে। 

এই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের আরও ছিলেন নিরব, ভাবনা, পূজা চেরি, শবনম বুবলি ও তাহসান খানসহ অনেকেই।

আয়োজক সূত্রে জানা গেছে, শিল্পা শেঠি আজ রাতেই বিশেষ একটি ফ্লাইটে ভারতে ফিরে যাবেন। এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

2h ago