শ্রীলঙ্কায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত বিরোধীরা

শ্রীলঙ্কার কলম্বোতে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে। ৮ জুলাই, ২০২২। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলগুলো প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর রোববার সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, রাজাপাকসের পদত্যাগের পর অর্থনৈতিক সংকট থেকে দেশকে এগিয়ে নেওয়ার উপায় খুঁজতে বিরোধী দলগুলো আজ এক বৈঠকে বসে।

বৈঠক শেষে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল পোদুজানা পেরামুনা পার্টির বিচ্ছিন্নতাবাদী গ্রুপের উইমাল উইরাওয়ানসা বলেন, আমরা নীতিগতভাবে একটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সব পক্ষের অংশগ্রহণে ঐক্যের সরকার গঠনে একমত হয়েছি।

তিনি আরও বলেন, এটি এমন একটি সরকার হবে যেখানে সব দলের প্রতিনিধিত্ব করা হবে।

এসএলপিপির নেতা বাসুদেব নানায়ককারা বলেন, ১৩ জুলাই রাজাপাকসের পদত্যাগের জন্য অপেক্ষা করার দরকার নেই।

প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া পার্টি বলছে, তারা অনেক আলোচনা করেছে। দলটির সাধারণ সম্পাদক রঞ্জিত মাদুমা বান্দারা বলেন, আমরা সীমিত সময়ের জন্য সব দলকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাই। তারপর একটি সংসদীয় নির্বাচনে যাব।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to intervene in forex market to curb volatility

The move was announced in BB’s latest monetary policy statement for the first half of FY26

34m ago