তাজমহলের বন্ধ ঘরের ছবি প্রকাশ

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রকাশিত ছবি।

তাজমহলের ২২টি বন্ধ ঘর নিয়ে যখন আদালতের ভেতরে-বাইরে আলোচনা হচ্ছে, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সপ্তদশ শতাব্দীর এই অমর স্মৃতিসৌধের ভূগর্ভস্থ সেই ঘরগুলোর কয়েকটির ছবি প্রকাশ করেছে। এ বছরের জানুয়ারিতে সংরক্ষণ কাজের জন্য এ ঘরগুলো খোলা হয়েছিল।

আগ্রা সার্কেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানান, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে ওই ঘরগুলোতে সংরক্ষণের কাজ করা হয়। প্রকাশিত ছবিগুলো ২০২১ সালের ডিসেম্বরের। এর পরেও সেখানে আরও অনেক কাজ করা হয়েছে এবং ছবিও তোলা হয়েছে।'

তিনি বলেন, শুধু তাজমহল নয়। আমরা জামে মসজিদ, ইতমাদ-উদ-দৌলা এবং আগ্রা ফোর্টেও কাজ করেছি এবং এর মধ্যে কিছু ছবি এএসআই নিউজলেটারের জানুয়ারি সংখ্যায়ও প্রকাশিত হয়েছে।

এএসআই কর্মকর্তারা বলছেন, 'এসআইএর জানুয়ারি সংখ্যাটি পাবলিক ডোমেইনে রয়েছে, এটি ৫ মে সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এবং ৯ মে তাদের অফিসিয়াল টুইটারে এ নিয়ে টুইট করে।

গত ১২ মে হাইকোর্টের লক্ষ্নৌ বেঞ্চ অযোধ্যার বিজেপি নেতা রজনীশ সিং-এর দায়ের করা একটি পিটিশন খারিজ করে দেয়, যেখানে তাজমহলে হিন্দু দেবতার মূর্তির উপস্থিতি নিশ্চিত করার জন্য 'তালাবদ্ধ কক্ষ' খোলার এবং একটি সমীক্ষা করার অনুমতি চাওয়া হয়।

তার আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে, সিং বলেছিলেন যে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং তাজমহলের 'গোপন' এসব কক্ষের বিষয়টি দেখবেন।

এএসআই কর্মকর্তারা জানিয়েছিলেন যে এই কক্ষগুলিতে কোনও গোপনীয়তা নেই এবং তারা কেবল তাজমহল কাঠামোর অংশ।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

15h ago