অর্থ পাচার মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফের ভাই বাবরের জামিন নামঞ্জুর

খন্দকার মোহতেশাম হোসেন বাবর। ছবি: সংগৃহীত

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে অর্থ পাচারের মাস্টারমাইন্ড আখ্যা দিয়ে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় খারিজ করে দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

গত ৮ মার্চ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করে পুলিশ।

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালে কাফরুল থানায় মামলাটি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Comments

The Daily Star  | English
Secretariat employees protest against 'stricter' govt service law

Secretariat employees protest against 'stricter' govt service law

From 9:30am, officers and staff started gathering in front of building no. 6 at the Secretariat's Badamtola.

1h ago