টিপু-প্রীতি হত্যায় জড়িত আরও ৪ জন গ্রেপ্তার

নিহত টিপু ও প্রীতি। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুর এলাকায় মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যায় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই মামলায় আগে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টার দিকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টিটু, রবিন, সোহেল ও খাইরুল। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) গুলি করে হত্যা করা হয়। তিনি এসময় নিজ গাড়িতে খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন।

এ সময় এলোপাতাড়ি গুলিতে তার গাড়িচালক মনির হোসেন এবং রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরান জামাল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে টিপু ও সামিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দণ্ডবিধির ৩০২, ৩২৬, ৩০৭ ও ৪৩ ধারায় শাহজাহানপুর থানায় মামলা হয়।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

15h ago