এটা বড়দিনের কার্ড বিনিময় নয়: পি কে হালদারকে প্রত্যর্পণ বিষয়ে দোরাইস্বামী

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

পি কে হালদারকে প্রত্যর্পণে সময় লাগতে পারে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছে, 'এসব বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।'

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের প্রস্তুতি নিয়ে বিক্রম দোরাইস্বামী পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেন। ৩০ মে দিল্লিতে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, 'গত সপ্তাহে ছুটির দিনে তাকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আমরা বাংলাদেশকে জানাব। আপনাকে বুঝতে হবে যে এটা বড়দিনের কার্ড বিনিময় নয়।' 

'আমি মনে করি এই ধরনের ঘটনায় আইনি প্রক্রিয়া জড়িত। এটাও সেভাবেই ঘটতে দিন। বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি। বাংলাদেশ থেকে তথ্য এসেছে', বলেন তিনি।

পি কে হালদারের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে তিনি ইতিবাচক ইঙ্গিত দেন। 

ভারতীয় কূটনীতিক বলেন, 'অপরাধীদের প্রত্যর্পণ ২ দেশের মধ্যে নিয়মিত সহযোগিতার অংশ। অপরাধীদের মোকাবিলায় উভয় দেশের মধ্যে আইনি সহায়তাসহ বিভিন্ন কাঠামো রয়েছে।'

দোরাইস্বামী আরও বলেন, 'সংশ্লিষ্ট ভারতীয় সংস্থাকে তথ্য দিয়েছে বাংলাদেশ সরকার, যারা তথ্য যাচাইয়ের পর ব্যবস্থা নিয়েছে। এই বিষয়ে যা করা দরকার ভারত আইনি প্রক্রিয়া অনুসরণ করবে। সংগঠিত অপরাধ ও অপরাধী দমনে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা রয়েছে।'

Comments

The Daily Star  | English

‘We want to respect our neighbour, and expect the same kind of respect from them’

Jamaat Ameer says relations with India will be based on mutual respect if party comes to power

13m ago