চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ
নাচোলে ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরে আজ সোমবার পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে দিদার (৫) ও একই এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা তিশা (৩)।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে দিদার ও তিশা তাদের বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে নামে। এসময় তারা ২ জনেই পুকুরে ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে সদর মডেল থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Shibir-backed candidates Shadik, Farhad elected Ducsu VP, GS

Shibir-backed candidates Shadik, Farhad elected Ducsu VP, GS

Abu Shadik Kayem won 14,042 votes while Abidul Islam Khan, from the Jatiyatabadi Chhatra Dal-backed panel, got 5,708 votes.

2h ago