টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পুকুরের পা‌নি‌তে ডুবে ২ শিশু মারা গেছে।

আজ শুক্রবার সকা‌লে উপ‌জেলার অলোকদিয়া ইউ‌নিয়‌নের দ‌ক্ষিণ লাউফুলা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। 

মৃত ২ শিশু হলো- আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রা‌মের মোস্তফা আলীর ছেলে তানভীর (৯) এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে জিহাদ ইসলাম (১২)। তারা ২ জনই লাউ‌ফুলা এলাকার আনোয়ারা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন এবং আলোকদিয়া ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় তানভীর, জিহাদ ও আরেক শিশু। এ সময় তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।

অন্য শিশুটি বাড়িতে গি‌য়ে বিষয়টি জানালে স্থানীয়রা ২ শিশু‌কে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসকরা তা‌দের মৃত ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English

Metro rail service halted between Agargaon and Karwan Bazar

Technical glitch disrupts MRT Line-6 operations near Farmgate

26m ago